Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৫

লোকাল করসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২৩:১৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ০০:৩৮

প্রতীকী ছবি

বেনাপোল: পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে প্রবেশের চেষ্টা করার সময় একই পরিবারের ৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে আবু হাসানের আমবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, আজ সন্ধ্যা ৮টার দিকে সীমান্ত মেইন পিলার ১৯/১এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি আম বাগানে পাঁচজন বাংলাদেশি ভারতে প্রবেশের অপেক্ষায় ছিলেন—এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—রঞ্জন বাড়ৈই (৩৮), তার স্ত্রী কনিকা বাড়ৈই (২৮) এবং তাদের তিন সন্তান রিতিকা (১৪), রাজু (১২) ও রিপা (১২)। তারা সবাই বরিশালের বানারীপাড়া উপজেলার বিসারকান্দি গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।