সিলেট: সিলেটে প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে জেলার ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (২৭) ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়িতে যাচ্ছিলেন।
জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক বিধান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।’