ফ্রান্স: ইউরো বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ-এর গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্নার প্যারিস আগমনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় প্যারিসের একটি স্থানীয় রেস্টুরেন্টে ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাজ উদ্দিন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমদ চৌধুরী।
আলোচনায় অংশ নেন ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, সংগঠনিক সম্পাদক জাবের আহমদ, জিয়াউর রহমান ও আশরাফুল ইসলামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মতিউর রহমান মুন্নার দীর্ঘদিনের প্রবাসী সাংবাদিকতা, প্রবাসীদের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ও সংবাদমাধ্যমে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।