Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
৪৩ গোলের পাগলাটে রাত, বার্সা-আর্সেনাল-পিএসজির বড় জয়

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ০৯:০৮

রেকর্ডের রাতে বড় জয় পেয়েছে বার্সা, পিএসজি ও আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগে গত রাতে মাঠে নেমেছিল ১৮টি দল। এর মধ্যে ৮ ম্যাচে বয়ে গেছে গোলের বন্যা। কাইরাত আলমাতি-পাফোস এফসির গোলশূন্য ড্র বাদে সব ম্যাচ মিলিয়ে গোল হয়েছে ৪৩টি! গোলবন্যার এই রাতে বড় জয় পেয়েছে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের ৫৭ থেকে ৭০ মিনিটের মধ্যে স্প্যানিশ ক্লাবটির জালে চারবার বল জড়িয়েছে আর্সেনাল।

নিজেদের মাঠে অলিম্পিয়াকোসকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। হ্যাটট্রিক করেছেন ফিরমিন লোপেজ। জোড়া গোল করেছেন মার্কাস র‍্যাশফোর্ড। আরেকটি গোল এসেছে ইনজুরি কাটিয়ে দলে ফেরা লামিন ইয়ামালের পা থেকে।

বিজ্ঞাপন

রাতের সবচেয়ে বড় জয় পেয়েছে পিএসজি। জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনকে ৭-২ গোলে বিধ্বস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। কোপেনহেগেনকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বেনফিকাকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড।

বড় দলগুলোর জয়ের রাতে হোঁচট খেয়েছে ইতালিয়ান জায়ান্ট নাপোলি। পিএসভি আইন্দহোভেনের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছেন তারা।

ইউনিয়ন সেন্ট গিলোসেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইন্টার মিলান ও আর্সেনাল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর