Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১১:১৫

প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার কালাপুর ডাবল ব্রিজ এলাকার একটি খাল থেকে অর্ধগলিত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা খালে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় শরীরের বেশিরভাগ অংশে পচন ধরে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই ব্যক্তি মারা গিয়েছিলেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এনায়েতুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা যায়নি।’

বিজ্ঞাপন

পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর