Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় প্লাস্টিকের বিকল্প পণ্যের মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৭:২০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:০২

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ায় পরিবেশগত মৌলিক সমস্যা এবং এই সমস্যা হতে উত্তরণে প্লাস্টিকের বিকল্প ব্যবহারে বিকল্প পণ্যের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফা ইয়াসমিন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডাঃ খুরশীদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাইফুল ইসলাম, সহকারি পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্য প্রকৃতি এবং মানবস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। পরিবেশ সংরক্ষণে বিকল্প উপকরণ ব্যবহারে জনগণকে আরও সচেতন হতে হবে।

প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলায় স্থানীয় উদ্যোক্তারা পাট, বাঁশ, কলাপাতা, মাটির তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীরা এসব বিকল্প পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। মেলায় ৯টি স্টল স্থান পায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর