Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে হোটেল কক্ষে পর্যটকের মৃত্যু, পুলিশ হেফাজতে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৭:৩৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৯:০১

হোটেল হাইপেরিয়ন হোয়াইট প্যালেসভ ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের হোটেল-মোটেল জোনের কলাতলীতে অতিরিক্ত মদ্যপানে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজন পুরুষ ও দুই নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে কলাতলীর ‘হাইপেরিয়ন হোয়াইট প্যালেস’ নামে এক হোটেলের ৪০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত পর্যটকেন নাম রুবেল। তিনি নওগা শীবরামপুরের লাল বরের ছেলে।

স্থানীয় ও পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, নওগাঁ থেকে আসা চারজন পর্যটক ওই হোটেলের কক্ষে অবস্থান করছিলেন। রাতে তাদের সঙ্গে যুক্ত হন আরও দুইজন তরুণী। তারা মদ্যপান করেন। এর মধ্যে রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওই হোটেলের ম্যানেজার নাজমুল হক জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে ওই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, বিভিন্ন হোটেলে মাদক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।এসবের পেছনে অনেক সময় হোটেল কর্তৃপক্ষেরও যোগসাজশ থাকে। এ ঘটনাও তেমন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর