কুষ্টিয়া: বিএনপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন।
বুধবার (২২ অক্টোবর) কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান।
এ সময় আহসান হাবিব লিংকন বলেন, “আমি কথা বলতে বলতে বিএনপির কেন্দ্রীয় নেত্রী সম্পর্কে একটি মন্তব্য করে ফেলেছি। ইট ওয়াজ মাই স্লিপ অফ টাঙ্গ। গত ১৫ বছর তিনি রাজপথে আন্দোলনে ছিলেন। আমি বিএনপির নেতাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমার ভুল ধরিয়ে দিয়েছেন। আমি স্বীকার করছি এটা অনিচ্ছাকৃত ছিল। এজন্য আমি দুঃখিত এবং নিঃশর্ত ভাবে ক্ষমা চাইছি।”
তবে, বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিন এই ক্ষমা প্রার্থনাকে ‘অপ্রত্যাশিত’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। তিনি সারাবাংলাকে বলেন, “ জনসভায় আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষা ব্যবহার করেছেন। কিন্তু কয়েকজন সাংবাদিক ডেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়াটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এটা যথাযথ ক্ষমা প্রার্থনা না।”
এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা এলাকায় এক জনসভায় ফরিদা ইয়াসমিনকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন আহসান হাবিব লিংকন। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এই ঘটনায় মঙ্গলবার রাতেই ভেড়ামারায় ফরিদা ইয়াসমিনের সমর্থকেরা ঝাড়ুমিছিল বের করেন।