Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে অবৈধ নির্বাচনের পরিকল্পনা প্রত্যাখানের আহ্বান জাতিসংঘের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ২১:২০

-ছবি ; প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: মিয়ানমারের সামরিক জান্তার সামরিক শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক চাপ কমানোর উদ্দেশ্যে অবৈধ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যানের জন্য আসিয়ান নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (২২ অক্টোবর) সংস্থাটির জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ বলেন, যে আঞ্চলিক গোষ্ঠীটি তাদের মিয়ানমার কৌশলের ক্ষেত্রে একটি সন্ধিক্ষণে রয়েছে।

তিনি বলেন, চার বছরেরও বেশি সময় আগে স্বাক্ষরিত হওয়ার পর থেকে সামরিক জান্তা আসিয়ানের পাঁচ দফা ঐকমত্যকে উপহাস করে আসছে। এখন তারা চায় আসিয়ান একটি ভুয়া নির্বাচনকে বৈধতা দিক, যদিও হাজার হাজার রাজনৈতিক বন্দী কারাগারে আটক, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা নিষিদ্ধ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক আক্রমণ অব্যাহত রয়েছে। এই বিশেষজ্ঞ বলেন, দুর্ভাগ্যবশত, আসিয়ানের সদিচ্ছাপূর্ণ পাঁচ দফা ঐক্যমত্য মিয়ানমারকে শান্তি ও স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

অ্যান্ড্রুজ বলেন, জান্তার জালিয়াতিপূর্ণ নির্বাচনকে স্বীকৃতি দেয়া মানে মিয়ানমারকে পিছিয়ে দেওয়া এবং অপ্রতিরোধ্যদের রক্ষা করা। আসিয়ান নেতাদের জান্তার ষড়যন্ত্রকে বৈধতা দেয়ার জন্য এমন কিছু করা থেকে বিরত থাকতে হবে, যার মধ্যে নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক পাঠানোও অন্তর্ভুক্ত।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর