Wednesday 22 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেত্রীর বিরুদ্ধে ‌মিথ্যা বক্তব্য
ফরিদপুরে যুবদলের মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ০০:০১

ফরিদপুরে যুবদলের মশাল মিছিল। ছবি: সংগৃহীত

ফরিদপুর: জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ কে আজাদ কর্তৃক জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় ‌যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে ‌মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের প্রতিবাদে মশাল মিছিল ‌‌করেছে যুবদল।

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে ফরিদপুর ‌শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে ‌মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে‌ শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সহ-সভাপতি ‌কেএম জাফরের সভাপতিত্বে ‌বক্তব্য দেন- ‌ফরিদপুর সদর উপজেলার ‌সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ‌বেনজির আহমেদ তাবরিজ ও জেলা যুবদলের‌ যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদার প্রমুখ। মিছিলে জেলা ও মহানগর যুবদলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় ‌বক্তারা অবিলম্বে সাবেক সংসদ সদস্য ‌এ কে আজাদসহ তার সঙ্গে থাকা ফ্যাসিস্ট ‌আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদরের পরমানন্দপুর বাজারে গণসংযোগে যান ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা এ কে আজাদ। একই সময়ে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত হন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের পক্ষে স্লোগান দিচ্ছিল। এ সময় এ কে আজাদকে ‘ফ্যাসিবাদের দোসর’ বলে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। বিএনপির বিক্ষুব্ধরা গাড়ির গ্লাসে আখের টুকরা দিয়ে আঘাত করে। এ ঘটনায় চৌধুরী নায়াব ইউসুফকে দায়ী করে নানা ধরনের বক্তব্য দেন এ কে আজাদ।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর