Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
জুভেন্টাসকে হারিয়ে রিয়ালের জয়রথ ছুটছেই

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ০৮:৫০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১০:৫০

জয়সূচক গোলের পর বেলিংহাম

মৌসুমের প্রথম দুই ম্যাচে সহজ জয় পেয়েছিলেন তারা। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে অবশ্য জুভেন্টাসের বিপক্ষে বেশ বিপাকেই পড়েছিল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহামের একমাত্র গোলে কষ্টার্জিত জয়ে টানা তিন ম্যাচ জিতে জয়রথ ছুটছে স্প্যানিশ জায়ান্টদের।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রায় পুরোটা সময়জুড়েই ছিল রিয়ালের নিয়ন্ত্রণ। তবে ৬৬ শতাংশ বল দখল ও ২৬টি শটস অন টার্গেট নিয়েও কিছুতেই জুভেন্টাসের রক্ষণ ভাঙতে পারছিলেন না রিয়াল ফরোয়ার্ডরা।

প্রথমার্ধে গোল করতে পারেনি দুই দলের কেউই। গোলশূন্যভাবেই তাই বিরতিতে যায় রিয়াল-জুভেন্টাস।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটের মাথায় বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে পড়েন ভিনি। তার শট কিপারকে বোকা বানালেও পোস্টে লেগে ফিরে আসে। সেই বল পেয়ে গোল করতে ভুল করেননি বেলিংহাম।

বিজ্ঞাপন

বেলিংহামের এই গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। রিয়ালের জয়ের রাতে ফ্র্যাংফুর্টের বিপক্ষে ৫-১ ব্যবধানে জিতে জয়ের ধারায় ফিরল ইংলিশ ক্লাব লিভারপুল।

 আয়াক্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আরেক ইংলিশ ক্লাব চেলসি। ক্লাব ব্রুজকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে পরের চার অবস্থানে আছে বায়ার্ন, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
২৩ অক্টোবর ২০২৫ ১০:১৭

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর