Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৩:১৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৪:১৪

ফার্মগেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর ফার্মগেটে ঢাকা বিজ্ঞান কলেজের সামনের সড়কে ট্রাকচাপায় মাদরাসার এক শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা।

এতে মহাখালী থেকে বিজয় সরণি ও আসাদগেট হয়ে ফার্মগেটগামী সব যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া, ফার্মগেট হয়ে বিজয় সরণিগামী সব যানবাহনও আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে তীব্র ভোগান্তীতে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) লড়ির চাপায় রাজধানীর ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনের সড়কে সিফাত নামে মাদরাসার এক শিক্ষার্থী নিহত হন।

এরপরই নিরাপদ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা। পরে বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বুধবার প্রশাসনের লোকেরা তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ফার্মগেট মোড় অবরোধ করেছেন তারা।

তেজগাঁও থানা পুলিশের এসআই আলমগীর হোসেন বলেন, ‘আমরা সড়কে আছি। একপাশ বন্ধ থাকলেও অন্য পাশ (পশ্চিম) খোলা রয়েছে।’

 

বিজ্ঞাপন

সৌম্যর আনন্দ, সৌম্যর বেদনা!
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০৩

প্রেম ভাঙলেও বন্ধুত্ব অটুট
২৩ অক্টোবর ২০২৫ ১৫:৫৯

আরো

সম্পর্কিত খবর