Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিতর্কিত কর্মকর্তারা যেন ভোটে অংশগ্রহণ করতে না পারে: বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৫:১৭

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘বিগত নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে।’

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। যারা প্রশাসনে থেকে রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিল তাদের দ্বারাই এই প্রহসন হয়েছিল। ১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে যে পরিবর্তন হবে না এই বিষয়ে আমরা সতর্ক করেছি ইসিকে। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনভাবে অংশগ্রহণ না করতে পারে।’

বিজ্ঞাপন

‎মঈন খান বলেন, ‘সাধারণ নির্বাচন একটি দিনে বিরাট কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচন এলাকায় ৪২ হাজার কেন্দ্র আছে। সরকার থেকে তারা লোকবল ধার করে নিয়ে আসে। ভোটের জন্য দরকার ১০ লাখ লোক সিভিল, পুলিশ, বিচার বিভাগ থেকে আসেন। বিগত ১৫ বছর প্রশাসনকে রাজনৈতিকভাবে তৈরি করা হয়েছিল।’

‎তিনি আরও বলেন, ‘সাংবাদিক তাদের কাজ করবে। তারা যেন বিনা বাঁধায় কাজ করতে পারেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা এই অবস্থায় এসেছি। নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা কমিশনের দায়িত্ব।’

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

ইসিকে বিএনপির ৩৬ প্রস্তাব
২৩ অক্টোবর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর