ফরিদপুর: ফরিদপুর শহরতলীর বাইতুল আমান বাজারে সোনার দোকানের তালা কেটে মালামাল লুটের ঘটনা ঘটেছে। এসময় বাজারের দুই নৈশপ্রহরীকে জখম করে তারা। আহত দুই নৈশপ্রহরী ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পোনে ৪টার দিকে মেঘলা জুয়েলার্সে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মো. ফইজুদ্দিন ও রহিম শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকজন দুস্কৃতিকারী সোনার দোকানের তালা কেটে মালামাল লুট করে। পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় এসময় বাজারের গার্ড মেঘনা জুয়েলার্সের সামনে গেলে দুইজন তাকে ধাওয়া দিয়ে কুপিয়ে জখম করে। সেসময় অপর নৈশপ্রহরীকে সামনে পেয়ে তাকেও জখম করে। তারা সোনার দোকানের একটি স্টিলের কেবিনেট ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।
পরে সকাল ১০টার দিক কেবিনেটটি ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় রাস্তার পাশ থেকে ভাঙাচোরা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
মেঘলা জুয়েলার্সের মালিক দিলীপ কুমার রায় বলেন, ভোর সাড়ে ৪টার দিকে তিনি খবর পান যে তার দোকানে ডাকাতি হয়েছে এবং বাজারের দুই নৈশপ্রহরী আহত হয়েছেন। দোকানের তালাগুলো কেটে আলমারি নিয়ে গেছে। তিনি সিন্দুক ও আলমারিতে স্বর্ণালঙ্কার রেখেছিলেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কি পরিমান মালামাল লুট হয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি।
কোতয়ালী থানার পরিদর্শক(তদন্ত) মো. আব্দুল্লাহ বিশ্বাস জানান, কিছু দুস্কৃতিকারী বায়তুল আমান বাজারে সোনার দোকানের তালা কেটে একটি স্টিলের কেবিনেট নিয়ে গেছে। এসময় বাজারের নৈশপ্রহরীকে জখম করে তারা। কেবিনেটের মধ্যে অল্প কিছু টাকা, রুপা ও হিসাবের খাতাপত্র ছিল। এ বিষয়ে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।