Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ার তেল কোম্পানির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫ ১৫:১৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৩

কোলাজ ছবি: সারাবাংলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার নিষ্ক্রিয়তার অভিযোগে রাশিয়ার বড় দুই তেল কোম্পানি- লুকওইল ও রসনেফট-এর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন।

একই সময় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-ও ঘোষণা দিয়েছে যে তারা রাশিয়া থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আর আমদানি করবে না। এটি ইইউ-এর ১৯তম রুশবিরোধী নিষেধাজ্ঞা।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধ করতে কোনো উদ্যোগ নিচ্ছেন না। তাই আমরা রাশিয়ার তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা দিচ্ছি যাতে তাদের যুদ্ধের অর্থায়ন কমে যায়।’

এই নিষেধাজ্ঞার ফলে মার্কিন নাগরিক বা কোম্পানিগুলো আর এই রুশ তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না, আর যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ থাকলে তা বন্ধ করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

চীন ও ভারতের মতো দেশগুলো যারা রাশিয়ার তেল কিনছে, তাদের ওপর এখনো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

ট্রাম্প আরও জানান, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিন-এর সঙ্গে পরিকল্পিত বৈঠকটি বাতিল করেছেন। রাশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এছাড়া রুশ কূটনীতিকদের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাশিয়ার ১১৭টি জাহাজ (যেগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে তেল ও গ্যাস পরিবহন করে) কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

ইসিকে বিএনপির ৩৬ প্রস্তাব
২৩ অক্টোবর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর