Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিষ্টির উপাদান রাখায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৫:১০ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:৩৪

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযান। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে মিষ্টি তৈরির উপাদান এবং বাসি মিষ্টি রাখার দায়ে ‘মিষ্টি বাড়ী’র মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। তাৎক্ষণিকভাবে ওই জরিমানা আদায় করা হয়েছে বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলা শহরের দশমী ও দামুড়হুদা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বেকারি, ডিজেল-মবিল বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোত অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

ওই সময় স্বাস্থ্য সনদ না থাকা, ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে বাসি মিষ্টি রাখা, মিষ্টি তৈরি উপাদান সংরক্ষণ ও পুনরায় ব্যবহার করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে মেসার্স মিষ্টি বাড়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাদ্দাম হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ফ্রিজের জব্দ করা পুরাতন মিষ্টি ও অন্যান্য উপাদান ধ্বংস করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে মূল্যতালিকা হালনাগাদ করা, যথাযথ কর্তৃপক্ষ হতে সনদ নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় সহযোগিতায় ছিলেন দামুড়হুদা স্যানিটারি ইন্সপেক্টর নিয়ামত আলী, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

ইসিকে বিএনপির ৩৬ প্রস্তাব
২৩ অক্টোবর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর