ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) সংসদীয় এলাকার শহীদ নগরে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে বহু দল ও মত দেশ পরিচালনা করেছে কিন্তু জাতিকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে পারেনি। কারণ মানুষের তৈরি আইনে কখনো কল্যাণ আসে না, আসবে না। সৃষ্টি যার, জমিন যার; আইন চলবে তার। জামায়াতে ইসলামী এক আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়নে কাজ করছে। জামায়াত ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বা দলীয় মতবাদে রাষ্ট্র পরিচালিত হবে না। রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইনে। তবেই সমাজ থেকে অন্যায়, অনাচার, অপকর্ম দূর হয়ে একটি আলোকিত সমাজ গঠিত হবে।
জামায়াতে ইসলামীতে সন্ত্রাস-চাঁদাবাজ নেই উল্লেখ করে সৈয়দ জয়নুল আবেদীন বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ দমনে জামায়াত বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি আলী আহসান মুজাহিদ উভয়ে তিনটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের দায়িত্ব পালনকালে দুই পয়সার দুর্নীতি হয়েছে আজ পর্যন্ত কেউ সেই অভিযোগ করতে পারেনি।
শ্যামপুর পশ্চিম থানা আমির মাওলানা আব্দুর রব ফারুকী’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আসাদুল্লাহ্ শেখের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।