Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটের প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২০:০৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ২১:৪১

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল অন্য কোনো দলের সঙ্গে জোট করলেও নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংশোধিত খসড়ার প্রধান দিকগুলো উপস্থাপন করেন।

আগে ভোটের সময় অনেকে জোটভুক্ত হলে জনপ্রিয় বা বড় দলের মার্কায় ভোট করা যেত। নতুন আরপিওতে এখন আর সে সুযোগ থাকছে না।

বিজ্ঞাপন

সংশোধিত এই খসড়ায় নির্বাচনি জোট থাকলেও জোটের অংশীদারই হোন না কেন, প্রার্থীকে নিজের দলের প্রদত্ত প্রতীকে নির্বাচনে অংশ নিতে হবে। এর ফলে, জোটভুক্ত হোক বা না হোক প্রত্যেক দলকেই তাদের দলীয় প্রতীকেই ভোট করতে হবে।

এ ছাড়াও পোস্টাল ভোটিংয়ের বিধান চালু, একক প্রার্থীর আসনে ‘না’ ভোট, জামানত ৫০ হাজার টাকা, অনিয়মে পুরো আসনের ভোট বাতিলের বিধানসহ একগুচ্ছ প্রস্তাব অনুমোদন হয়েছে সংশোধিত অধ্যাদেশে।

সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘সংশোধিত খসড়া নির্বাচনি প্রতিপাদ্য ও স্বচ্ছতার দিকগুলো জোরদার করবে এবং ফলপ্রসূভাবে দায়িত্বশীলতার নীতিগুলো কার্যকর হবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অতিরিক্ত ব্যাখ্যায় জানায়, অনুমোদিত খসড়ার বিস্তারিত বিধান দ্রুত চূড়ান্তীকরণের জন্য পরবর্তী পর্যায়ে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর