Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৃঙ্খলা না থাকলে সদস্য সংখ্যা ৫০ জনেই সীমাবদ্ধ থাকবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ২১:১০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০০:০৯

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সংগঠনে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখা না গেলে কোনো সংগঠনই টিকে থাকতে পারে না।

তিনি বলেন, ‘এনসিপি ও এর সংগঠনের সকল সদস্যকে অবশ্যই চেইন অব কমান্ড ও সংগঠনগত শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলা থাকলে তিন মাসের মধ্যে সদস্য সংখ্যা পাঁচ লাখে পৌঁছাবে, আর শৃঙ্খলা না থাকলে ৫০ জনেও সীমাবদ্ধ থাকবে।’

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, ‘সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে উঠতে পারলে এনসিপির ছাত্র সংগঠন যেকোনো দলের তুলনায় বেশি শক্তিশালী ও গুণগত হবে।’

‘আমাদের প্রত্যেক ইউনিটে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। শৃঙ্খলা ও একতা থাকলে দেশের প্রতিটি ইউনিট সঙ্গবদ্ধভাবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘‘এনসিপি নিশ্চিত করবে যেকোনো ইউনিট আহ্বায়ক কমিটিতে ‘মাই ম্যান’ পলিটিক্সের স্থান থাকবে না। ভবিষ্যতে নেতৃত্ব দেবেন যোগ্য, বিশ্বস্ত ও স্বপ্নবান তরুণরা—যারা দলের আদর্শে বিশ্বাসী এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন।’’

ছাত্র সংসদের ভেতরে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারকারী কারও জন্য কোনো স্থান নেই বলে সতর্ক করে দেন সারজিস আলম।

তিনি বলেন, ‘যারা দায়িত্বে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতৃত্বে আসতে হলে সততা, যোগ্যতা ও নিষ্ঠা প্রমাণ করতে হবে।’

২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন গণতান্ত্রিক যাত্রার পথে। আমাদের কাজ বড়—দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে লড়াই। যেন সেই পুরোনো সিস্টেমে গা না ভাসাই, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ি।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর