ঢাকা: দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এখন সাভারবাসীর আরও কাছাকাছি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাভার নিউ মার্কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় স্টার টেকের সাভার ব্রাঞ্চ। ফলে স্টার টেকের অফিসিয়াল টেক পণ্য এখন সাভারবাসীর আরও কাছে এসেছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার টেকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমীরা। নতুন এই শাখা চালুর মাধ্যমে সাভার ও আশপাশের এলাকার ক্রেতারা এখন পাবেন স্টার টেকের বিশ্বস্ত সার্ভিস, অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত পণ্য এবং আধুনিক প্রযুক্তির সেরা সমাধান।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্টার টেকের কর্মকর্তারা বলেন, আমরা সবসময় চেষ্টা করি দেশের প্রতিটি প্রযুক্তিপ্রেমীর কাছে আসল পণ্য ও নির্ভরযোগ্য সার্ভিস পৌঁছে দিতে। সাভার শাখা সেই ধারাবাহিকতার অংশ।
নতুন আউটলেটে থাকছে- প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং পিসি কম্পোনেন্টস ও গ্যাজেটস, অফিসিয়াল ওয়ারেন্টিসহ আসল পণ্য, এক্সপার্ট টেক সাপোর্ট ও পরামর্শসেবা, আকর্ষণীয় উদ্বোধনী অফার ও গিফট ভাউচার।