Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলে পশ্চিম তীর সংযুক্তির বিল পাস, ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫ ০০:২৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য একটি বিল দেশটির পার্লামেন্টে নেসেটে প্রাথমিক অনুমোদন পেয়েছে। বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর সমালোচনা করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিন ইসরায়েল সফর শেষে মার্কিন উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স স্পষ্ট করে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করবেন এবং এটি ঘটবে না।

ভ্যান্স বলেন, ‘যদি এটি একটি রাজনৈতিক কৌশল হয়, তবে এটি একটি অত্যন্ত বোকামিপূর্ণ রাজনৈতিক কৌশল এবং আমি ব্যক্তিগতভাবে এতে কিছুটা অপমানবোধ করছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পশ্চিম তীর ইসরায়েলের দখলে যাবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি হলো পশ্চিম তীর সংযুক্ত হবে না। এটাই সব সময় আমাদের নীতি থাকবে।’

আজ মার্কিন সাময়িকী টাইমে প্রকাশিত এক সাক্ষাৎকারে একই কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘এমনটি (পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা) ঘটবে না। কারণ, আমি এ নিয়ে আরব দেশগুলোকে কথা দিয়েছি। আরব দেশগুলো আমাদের বড় সমর্থন দিয়েছে। এমনটি ঘটলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল।’

ভ্যান্সের এই মন্তব্যের আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে দেন, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল কর্তৃক দখলকৃত এই ভূখণ্ড সংযুক্ত করার পদক্ষেপ গাজা যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের পরিকল্পনাকে বিপন্ন করতে পারে, যেখানে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।

রুবিও বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছানোর কথা ছিল এবং তিনি ট্রাম্পের ২০-দফা গাজা পরিকল্পনার বাস্তবায়নকে সমর্থন করতে এই সফর করেন।

জানা যায়, ১২০ আসনের নেসেটে ২৫-২৪ ভোটে বিলটির প্রাথমিক পাঠ অনুমোদিত হয়। এটি উত্থাপন করেন একজন অতি-ডানপন্থী বিরোধী দলের আইনপ্রণেতা।

বিলটিকে সমর্থন দিয়েছেন উগ্র জাতীয়তাবাদী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর পরে এক বিবৃতিতে বলেছে, এই ভোটটি ছিল ভ্যান্সের সফরের সময় বিভেদ তৈরির উদ্দেশ্যে একটি ‘সুচিন্তিত রাজনৈতিক উস্কানি’। তার লিকুদ পার্টি বিলটির পক্ষে ভোট দেয়নি। তারা বলছে, লিকুদের সমর্থন ছাড়া পশ্চিম তীর সংযুক্তকরণের আইন প্রণয়নের চেষ্টা সফল হওয়ার সম্ভাবনা নেই।

পশ্চিম তীরে লক্ষাধিক ইহুদি বসতি স্থাপনকারী বাস করেন। জাতিসংঘ এবং বেশিরভাগ আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিগুলোকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে মনে করে। ইসরায়েল এই অঞ্চলকে বিবাদপূর্ণ বলে মনে করে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে।

এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে শান্তির পথে একটি প্রধান বাধা হিসেবে কাজ করে, কারণ এটি ফিলিস্তিনিদের জন্য একটি টেকসই রাষ্ট্রের অঞ্চলকে খণ্ডিত করে।

সৌদি আরব, ইন্দোনেশিয়া, তুরস্ক এবং আরও ১৩টি মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ এই ভোটের নিন্দা জানিয়েছে। ট্রাম্প প্রশাসন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে আব্রাহাম অ্যাকর্ডসের মতো স্বাভাবিকীকরণ চুক্তি বিস্তৃত করার আশা করছে। তবে সৌদি আরব বারবার বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হলে তারা ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর