ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়; এটি সকল নাগরিকের মৌলিক অধিকার। ইসলামী রাষ্ট্রব্যবস্থাই পারে সকল নাগরিকের চিকিৎসাসেবাসহ সকল নাগরিকের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সারাদেশে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর উত্তর থানা জামায়াত আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমির আব্দুল আউয়াল আজমের সভাপতিত্বে ও সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ডা. শফিউর রহমান, থানা জামায়াতের নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা অর্থ সম্পাদক এডভোকেট আব্দুল হালিম, এইচ আর ডি সম্পাদক হুমায়ুন কবির, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ শাহজাহান, ইফতেখার সুজন, ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, জামায়াত নেতা শামিম হোসেন, সিরাজুম মনির কাফে, জালাল উদ্দিন পাঠান, আবুল বাশার ও মাজেদুর রহমান প্রমুখ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগারগাঁও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, ডেন্টাল বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞসহ ব্লাড গ্রুপিং, ডায়বেটিস চেকআপসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।