Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানের রোয়াংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৬:১২ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৩

রোয়ংছড়ি কলেজের সামনে থেকে শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয় বিএনপির র‌্যালি। ছবি: সারাবাংলা

বান্দরবান: বান্দরবানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চলছে তৃণমূল পর্যায়ে নতুন সদস্য সংগ্রহ নবায়ন ও গণসংযোগ কার্যক্রম শুরু করেছে বিএনপি। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জেলার রোয়াংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয় সদস্য সংগ্রহ ও গণসংযোগ সভা।

সকালে রোয়ংছড়ি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে রোয়াংছড়ি শিশু পার্ক প্রাঙ্গণে এসে শেষ হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার সভাপতিত্বে এ র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মা ম্যা চিং।

এসময় বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা বলেন, তারেক রহমানের নির্দেশে রেইনবো নেশন বাস্তবায়নের মাধ্যমে সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে সুন্দর সুশৃঙ্খল দেশ গঠনে কাজ করছি।

বিজ্ঞাপন

এসময় তিনি আরো বলেন, ‘পাহাড় এখানকার সংষ্কৃতি, আমাদের অলংকার। সুতরাং পাহাড়কে বাদ দিয়ে বাংলাদেশ অকল্পনীয়। ইতোমধ্যে পাহাড়ের বিভিন্ন দূর্গম এলাকার মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। আমরা প্রত্যেক ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই। পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে শক্তিশালী করতে চাই। জনগণই আমাদের শক্তি। ৩১ দফা জনগণের অধিকার আদায়ে একটি বাস্তবসম্মত রূপরেখা। পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলেও জনগণকে সম্পৃক্ত করতেই এ সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে।‘

পাহাড়ের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে গণসংযোগের মাধ্যমে জনগণের মাঝে দলের ৩১ দফা পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।

এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং জসিম উদ্দীন তুষার, জেলা বিএনপির সদস্য চনু মং মারমাসহ বান্দরবান জেলা বিএনপি ও রোয়াংছড়ি উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর