Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, সদস্যপদ পুনর্বহাল

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৪

ঢাকা: ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তারা হলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলার ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল উদ্দিন সরকার পাপ্পু, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন এবং একই জেলার আরেক সাবেক সদস্য মো. আলি সরকার।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের গঠনতান্ত্রিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের আবেদন ও পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর