Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনিবার বিভাগীয় শহরে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৬:২৫

ছবি: সারাবাংলা

ঢাকা: তফসিলের আগে গণভোট আয়োজন করা, জুলাই সনদের আইনিভিত্তির জন্য সাংবিধানিক আদেশ দেওয়া, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ অক্টোবর) দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে সংস্কার, বিচার ও নির্বাচনের কাজে সরকারকে সবধরনের সহায়তা করা সত্যেও কোনো ধরণের আইনিভিত্তি ছাড়াই জুলাই সনদ তৈরি হয়েছে, সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দাবি-দাওয়া ক্রমাগত উপেক্ষা করে যাওয়া, গণহত্যাকারী ও তাদের দোসরদের নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীসহ বহুসংখ্যক রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের সূচনা করে। যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর