Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস আমাদের সবাইকে ধারণ করে: ডা. জাহিদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৫ ১৭:০৫ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৭:৫৫

বক্তব্য দিচ্ছেন ডাঃ এজেডএম জাহিদ হোসেন। ছবি: সারাবাংলা

হিলি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘আমাদের সকলের উচিৎ বীর মুক্তিযোদ্ধারে সন্মান করা। আপনি যদি ‘৪৭ সালকে অস্বীকার করেন তাহলে ‘৫২ পাওয়া যাবে না, আবার ‘৫২-কে যদি অস্বীকার করেন তাহলে ‘৬৯ গণঅভ্যন্থান পাবেন না, আবার ‘৬৯-কে যদি অস্বীকার করেন তাহলে ‘৭১-এর মুক্তিযুদ্ধ পাবেন না, আবার ‘৯০-কে যদি ভুলে যান তাহলে ২০২৪-কে পাবেন না। অতএব কোনো কিছুই তথা ইতিহাসকে অস্বীকার করা যাবে না। ইতিহাস তার নিজস্ব স্থান থেকে একটি জাতিকে গড়ে দিতে পারে। ইতিহাস আমাদের সবাইকে ধারণ করে। প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। ইতিহাস তৈরী করা যায়, লেখা যায় কিন্তু মানুষ মনে রাখে না। কাজেই আমরা এটা চাইনা। আমরা চাই সত্যের মুখোমুখি হতে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ অক্টোবর) হাকিমপুর উপজেলা সদরের বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে উপজেলার শিক্ষক কর্মচারীগনের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তাফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘একটি জাতিকে ধ্বংস করতে দুটি জিনিসই যথেষ্ট। তার একটি হচ্ছে সংস্কৃতি, যেখানে সারাক্ষন নাচ-গান ও সিরিয়ালের মধ্যে রাখা, অপরটি হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। তাহলে এদেশে কোনো সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও সাইনটিস্ট তৈরি হবে না।

তিনি আরও বলেন, বাহাত্তরের পরে এমপিওভুক্ত শিক্ষকদের সম্মানিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দ্বায়িত্ব পেলে শিক্ষক-কর্মচারীগনকে অবশ্যই সম্মানিত করা হবে এবং দাবি পূরণে বিএনপি সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ!

গোহাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-প্রধান শিক্ষক মহিউদ্দিন আব্দুল্লাহ আল হাদি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. জামান আলী, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, সহ সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক মো. এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ওহেদুর রহমান রিপন, যুবদলের আহবায়ক শাহ আলম, সদস্য সচিব এনামুল হক তাজ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল, ছাত্রদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রিমন প্রধান প্রমুখ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর