চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৯১ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার কাদিপুর স্কুলপাড়ায় যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন আমির ওবায়দুল হকের সভাপতিত্বে এবং একই উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
দলে নতুনদের স্বাগত জানিয়ে প্রধান অতিথি রুহুল আমিন বলেন, ‘আপনারা আজকে যারা জামায়াতে যোগদান করলেন, এখন থেকে আপনারা সত্য কথা বলবেন, হালাল পথে চলবেন এবং অসৎ উপায়ে অর্থ উপার্জন থেকে বিরত থাকবেন।’
তিনি দলে নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন এবং জামায়াতের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, উপজেলা আমীর নায়েব আলীসহ অন্যান্য নেতারা।
কাদিপুর গ্রামের বিএনপি নেতা নজির আহমেদ ও নূর ইসলামের নেতৃত্বে এ যোগদান প্রক্রিয়া শেষ হয়। যোগদান করাদের মধ্যে উল্লেখযোগ্য হলো- ইউনুস আলী, আব্দুল হান্নান, সোহরাব হোসেন, আব্দুল মমিন, খাজা মঈনউদ্দীন, বাদশা মিয়া, আমজাদ হোসেন, আলতাফ হোসেন, মুকুল মিয়া, নাজমুল মিয়া, বখতিয়ার হোসেন, আব্দুল হামিদ, হাফিজুল, সেলিম, আব্দুল হালিম, আজিজুল হক, সাজিদুর রহমান, ইকরামুল, জাহাঙ্গীর, আকবার আলী, আশকার আলী, হেকমত আলী, বজলুর রহমান, মনিরুল, মতিরুল, রমি, শরিফ, আরিফ, মজিবর রহমান, শহিদুল, মাহতাব, কদর আলী ও আশা মিয়া, গোবিন্দপুর গ্রামের বিএনপি নেতা দেলোয়ার, মোমিনুল, সজিব, ওবাইদুল, আশরাফুল, সম্রাট, রকিবুল, জামিরুল, সাজিবুর, বকুল ও রবগুল প্রমুখ।