Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাসিকোর আগে বিপর্যস্ত বার্সা, এবার ছিটকে গেলেন কে?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ০৮:০৭

ক্লাসিকোতে মাঠে নামা অনিশ্চিত রাফিনহার

একের পর এক ইনজুরিতে আগেই বিপর্যস্ত তারা। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে আরেকটি বড় ধাক্কা খেল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে নতুন করে ইনজুরিতে পড়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার রাফিনহা। আগামীকালের ক্লাসিকোতে তার মাঠে নামাতেই এখন বড় অনিশ্চয়তা।

হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাবের হয়ে সবশেষ ৫ ম্যাচে খেলতে পারেননি রাফিনিয়া। তবে গত ২২ অক্টোবর দলের সঙ্গে অনুশীলনে ফেরেন এই ব্রাজিলিয়ান। এতে ক্লাসিকোয় তার খেলার প্রবল সম্ভাবনাও জাগে।

কিন্তু বৃহস্পতিবার অনুশীলনের সময় নতুন করে অসুস্থ বোধ করেন ২৮ বছর বয়সী রাফিনহা। এতে শুক্রবার, ২৪ অক্টোবর তিনি অনুশীলন করেননি।

বিজ্ঞাপন

স্প্যানিশ গণমাধ্যম বলছে, রাফিনহার রিয়ালের বিপক্ষে ২৬ অক্টোবরের ক্লাসিকো খেলার সম্ভাবনা নেই বললেই চলে। কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন রাফিনহা, এই ব্যাপারেও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি ক্লাব কর্তৃপক্ষ।

চোটের কারণে এই ক্লাসিকো থেকে আগেই ছিটকে গেছেন হোয়ান গার্সিয়া, রবার্ট লেভানডস্কি, গাভি ও দানি অলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯.১৫ মিনিটে মুখোমুখি রিয়াল-বার্সা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লীগের শীর্ষে রিয়াল। ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর