ঢাকা: বাংলাদেশের ৬০টি জেলার আকাশ সম্পূর্ণরূপে মেঘমুক্ত রয়েছে। মাত্র চারটি জেলায় অল্পমাত্রায় মেঘের উপস্থিতি দেখা গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামীকাল রোববার (২৬ অক্টোবর) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী কিছু স্থানে অল্পমাত্রায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ।
বাতাস দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আজ রাত থেকে রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলা এবং পার্বত্য চট্টগ্রামের কিছু পাহাড়ি এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে এই কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার। সিলেট ও চট্টগ্রাম বিভাগের সীমান্ত এলাকায় হালকা বৃষ্টি হতে পারে, ঢাকায় আংশিক মেঘলা আকাশ, রংপুর ও পাহাড়ি অঞ্চলে হালকা কুয়াশার সম্ভাবনা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।