Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ১১:৩৪

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে গণমিছিল।

কুমিল্লা: কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ড. একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচার পত্র বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মনোহরগঞ্জ উপজেলার ঝলম এলাকায় শনিবার (২৫ অক্টোবর) সকালে এই কর্মসূচি পালন করা হয়। এতে তিনি বলেন, বিনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তাদের পথ ধরে উন্নত বাংলাদেশ গঠন করতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তার ভাই এটিএম আলমগীর শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দুবারের সংসদ সদস্য ছিলেন। তিনি নিজে সরকারের সাবেক সচিব ছিলেন। কিন্তু পতিত সরকার তাকে কাজ করার সুযোগ দেয়নি। তিনি তার স্বপ্ন পূরণ ও তার ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।

তিনি বলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ে তার কাজ করার অভিজ্ঞতা আছে। তাই স্থানীয় পর্যায়ে এলাকার উন্নয়নে প্রশাসনের সাথে কাজ করার তার ভালো সুযোগ রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর