ময়মনসিংহ: ময়মনসিংহে খাদ্য সুরক্ষিতকরণ ও ভোক্তা অধিকার সম্পর্কিত বিভাগীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্যাব’র ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মফিজুর রহমান ফিলিপ।
ক্যাব’র ময়মনসিংহ জেলা সভাপতি ড. মোহম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব’র কেন্দ্রীয় সভাপতি সফিকুজ্জামান।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্টেকহোল্ডার ও জেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মকরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভোক্তা অধিকার আন্দোলন আরও গতিশীলকরণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এই প্রশিক্ষণ ব্যাপক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা করেন।