সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক নারীকে উদ্ধার করেছে বিজিবি। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। শনিবার (২৫ অক্টোবর) সাতক্ষীরার বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা হতে তাদেরকে আটক করা হয়।
আটক পাচারকারীরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. আবুল কালাম ও মো. আবুল কালামের ছেলে মো. ইমরান হোসেন। উদ্ধার হওয়া নারীর বাড়ি নড়াইলের লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কুলিয়াডাঙ্গা নামক স্থান হতে একজন বাংলাদেশি নারীকে ভারতে পাচার করা হবে এমন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি একটি বিশেষ অভিযান দল মো. আবুল কালামের বাড়িতে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে আনা উক্ত নারীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নারী এবং ধৃত আসামিদের উদ্বৃতি দিয়ে বিজিবি আরো জানায়, আটক মানবপাচারকারী মো. আবুল কালাম ও মো. ইমরান হোসেন মানবপাচার চক্রের অন্য সদস্যদের সহায়তায় ওই নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যায়। কিন্তু, বিজিবির কঠোর নজরদারী ও টহল তৎপরতায় তারা পাচার করতে না পেরে সুযোগের অপেক্ষায় ওই বাড়িতে এনে রাখে।
আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ভিকটিমকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর এবং মানবপাচারের সঙ্গে জড়িত পলাতক ১৫ আসামির নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হচ্ছে।