Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২০:২২

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, “রাষ্ট্রের সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা। প্রতিটি মানুষের মধ্যেই সুপ্ত প্রতিভা রয়েছে, সেই প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বিএনপি সর্বোচ্চ বরাদ্দ দেবে।”

তিনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে সাজাতে হবে। বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা’ অনুযায়ী, দলটি ইতোমধ্যেই শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে বিশেষজ্ঞ টিম গঠন করেছে, যারা এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘোষিত ৩১ দফায় অংশ হিসেবে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি বিশেষজ্ঞ টিম তৈরি করেছে, যারা এরইমধ্যে অনেকদূর এগিয়েছে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর