Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় এলে খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা হবে: সালাউদ্দিন টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২১:০৮ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:২৪

বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করা হবে। এই খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষি জমিতে সেঁচের ব্যবস্থা হয়। আর খালে পানি না থাকলে শুষ্ক মৌসুমে কৃষকরা জমিতে ঠিকমতো সেচ দিতে পারে না। এজন্য খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের এ সমস্যার সমাধান করবে বিএনপি।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াশিন জাহানারা বেগম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

টুকু বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ভিত্তি কৃষির ওপর নির্ভরশীল। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষকদের প্রতি সম্মান ও প্রণোদনা বৃদ্ধি করা সময়ের দাবি। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা বাড়ানো হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার প্রসার ঘটাতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণকে ভালোবাসে। জনগণও বিএনপিকে ভালবাসে। তাই তারেক রহমান বলেছেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন।

টাঙ্গাইলের কৃষিবিদদের ব্যানারে আয়োজনে এই কৃষি সমাবেশে কৃষিবিদ এস. এম. খালিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাভোকেট মমতাজ করিম প্রমুখ।

অনুষ্ঠানে করটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা, উন্নত জাতের বীজ, ঔষুধ এবং প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর