Saturday 25 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন সমাজ গড়তে চাই কেউ বঞ্চিত থাকবে না: মোবারক হোসাইন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৫ ২২:১২ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ২৩:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোবারক হোসাইন বলেছেন, ঢাকা-১৩ আসনের মানুষ দীর্ঘদিন ধরে সেবা বঞ্চিত। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। আমাদের রাজনীতি ন্যায়ের, সৎ নেতৃত্বের এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত হবে, কেউ বঞ্চিত থাকবে না।

শনিবার ( ২৫ অক্টোবর) মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের উদ্যোগে মোহাম্মাদীয়া হাউজিং ও জাপান গার্ডেন সিটি এলাকার বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোবারক হোসাইন আরও বলেন, ‘জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ মডেল এলাকায় রূপান্তরিত করব- যেখানে উন্নয়ন হবে দৃশ্যমান, সেবাই হবে রাজনীতির মূল লক্ষ্য।’

মোহাম্মদপুর থানা পশ্চিম জামায়াতের আমির মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মো. রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের নির্বাচন পরিচালক মো. শফিউর রহমান, সদস্য সচিব মো. আব্দুল আউয়াল আজম, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন এবং ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য ইবাদত হোসেন, সাইফুর রহমান, মুহতাসিম বিল্লাহ, ওয়ার্ড সভাপতি অধ্যাপক হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন, মাওলানা বদরুল হক ও আনোয়ার হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর