ক্যামেরুনে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল আগামী ২৭ অক্টোবর ঘোষণা করা হবে। তবে ফল ঘোষণার আগে বিক্ষোভকারী বিরোধী দলগুলোর সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত দুইজন নিহত এবং কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় নির্বাচনি কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, ৯২ বছর বয়সী এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট পল বিয়া-এর বিজয় প্রায় নিশ্চিত। এই প্রত্যাশিত ফল বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ ও অবিশ্বাস সৃষ্টি করেছে। ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে।
বিয়ার দীর্ঘদিনের মিত্র থেকে শত্রুতে পরিণত হওয়া এবং প্রধান বিরোধী দলের নেতা ইসা চিরোমা বাকার্য নিজেকে বিজয়ী ঘোষণা করে দাবি করেছেন। তার দাবি, বিয়ার ৩১ দশমিক ৩ শতাংশ ভোটের বিপরীতে তিনি ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন। একইসঙ্গে তিনি ফল কারচুপির অভিযোগ করেন। অন্যদিকে, বিয়ার ক্ষমতাসীন দল চিরোমার দাবিকে ‘প্রতারণা’ বলে নিন্দা করেছে এবং শান্তভাবে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করছে।
চিরোমার নিজ শহর গারুয়ায় বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনায় ছোটাছুটির মধ্যে গুলিবিদ্ধ হয়ে একজন শিক্ষকসহ অন্তত দুজন নিহত হয়েছেন।
সরকার থেকে জানানো হয়েছে, বিক্ষোভের সময় আটক ২০ জনেরও বেশি লোককে সামরিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস নিশ্চিত করেছে, বিক্ষোভ ঠেকাতে বাণিজ্যিক রাজধানী ডুয়ালাসহ দেশের কিছু অংশে ইন্টারনেট সংযোগ সীমিত করে দেওয়া হয়েছিল।