Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমের প্রথম ক্লাসিকো কোথায় দেখবেন?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ০৮:৫৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১০:০২

লা লিগায় মুখোমুখি রিয়াল-বার্সা

ক্লাব ফুটবলের সবচেয়ে ধ্রুপদী ম্যাচ মানা হয় এই দুই দলের লড়াইকেই। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যখন মুখোমুখি হয়, উত্তেজনার পারদ ওঠে তুঙ্গে। আজ লা লিগায় এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। বাংলাদেশের ফুটবল ভক্তরা কীভাবে দেখবেন এই ম্যাচটি?

আজ রাত ৯.১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল-বার্সা। এই মুহূর্তে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে রিয়াল। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা। আজকের ক্লাসিকোতে জয় দুই দলকে শিরোপা লড়াইয়ে বেশ এগিয়ে নেবে।

বিশ্বজুড়ে এই ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি ভক্ত। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। দেশে অবশ্য টিভি চ্যানেলে দেখা যাবে না ক্লাসিকো।

বিজ্ঞাপন

বাংলাদেশের ফুটবল সমর্থকরা আজকের ক্লাসিকো দেখতে পারবেন অনলাইনে। বিগিন অ্যাপসে সরাসরি দেখা যাবে লা লিগার এই ম্যাচটি।

এছাড়াও ফ্যানকোড অ্যাপসের মাধ্যমেও রিয়াল-বার্সা দ্বৈরথ উপভোগ করা যাবে। এই দুই মাধ্যম ছাড়াও বেইন স্পোর্টস ও সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু লাইভের মাধ্যমেও ক্লাসিকো দেখতে পারবেন ভক্তরা।

বিজ্ঞাপন

প্রাণ গ্রুপে চাকরির সুযোগ
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৬

নিয়োগ দিচ্ছে মেঘনা ব্যাংক
১১ ডিসেম্বর ২০২৫ ১০:১৪

ঢাকায় সকালে তাপমাত্রা ১৬ ডিগ্রি
১১ ডিসেম্বর ২০২৫ ০৯:০৮

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর