Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল-বার্সা মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ০৯:৩৩

মৌসুমের প্রথম ক্লাসিকোতে মুখোমুখি রিয়াল-বার্সা

দুই দলের দ্বৈরথ শত বছরেরও পুরনো। স্প্যানিশ ফুটবল তো বটেই, ইউরোপিয়ান তথা পুরো বিশ্বের ক্লাব ফুটবলের সবচেয়ে ধ্রুপদী লড়াই মানা হয় তাদের এই ম্যাচকে। ‘এল ক্লাসিকো’, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচকে তাই দেওয়া হয়েছে বিশেষ এক নাম। আজ লা লিগায় মুখোমুখি দুই স্প্যানিশ জায়ান্ট। মৌসুমের প্রথম ক্লাসিকোতে মাঠে নামার আগে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

দুই দলের প্রথম দেখা ১৯০২ সালে। কোপা ডেল রের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে রিয়ালকে ৩-১ গোলে হারিয়েছিল বার্সা।

এরপর পেরিয়ে গেছে ১২৩ বছর। লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ; নানা টুর্নামেন্টে বহুবার মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা।

বিজ্ঞাপন

লা লিগার দুই দলের দেখা হয়েছে ১৯০ বার। এই লড়াইয়ে এগিয়ে আছে রিয়ালই। তারা জিতেছে ৭৯ ম্যাচ। বার্সার জয় ৭৬ ম্যাচে। ড্র হয়েছে ৩৫ ম্যাচ।

সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়াল-বার্সা মুখোমুখি হয়েছে ২৬১ ম্যাচে। এই পরিসংখ্যানেও এগিয়ে রিয়াল। তাদের জয় ১০৫ ম্যাচে। বার্সার জয় ১০৪ ম্যাচে। ড্র হয়েছে ৫২ ম্যাচ।

তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে ক্লাসিকো মানেই যেন রিয়ালের হতাশার চিত্র। বিশেষ করে গত মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রেতে চারবার বার্সার বিপক্ষে মাঠে নেমে প্রতিবারই হারের তিক্ত স্বাদ পেয়েছে রিয়াল।

লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে; রিয়ালকে হারিয়ে বার্সা জিতে নিয়েছিল ঘরোয়া ট্রেবল। আজ রাত ৯.১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি রিয়াল-বার্সা। আজ শেষ হাসি হাসবে কে?

বিজ্ঞাপন

আসিয়ানে যোগ দিল পূর্ব তিমুর
২৬ অক্টোবর ২০২৫ ১০:৩২

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর