Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে ওমরাহ শেষে দেশে ফিরবেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১২:৪৭ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৪:১৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন। আগামী ২০ অথবা ২১ নভেম্বর তার সৌদি আরব যাত্রার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দলের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে তিনি বলেন, ‘তারেক রহমান ওমরাহ শেষে ফের লন্ডনে ফিরে যাবেন। সেখান থেকে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।’

তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ফজলে এলাহী আকবর বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে এবং সরকারি নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করবে।’

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দেশে ফেরার পর তারেক রহমান গুলশান-২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন এবং ২০১৬ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর