Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে জামানত ২০ হাজার টাকা পুনর্বহালের দাবি বাংলাদেশ কংগ্রেসের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ১৯:৫৩

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।

‎রোববার (২৬ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশনে দলটির চেয়ারম্যান এ্যাড.কাজী রেজাউল হোসেনের সই করা চিঠিটি দেওয়া হয়।

‎ওই চিঠিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, সম্প্রতি আরপিও’র কতিপয় বিধান সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এতে প্রার্থীর জামানতের পরিমাণ ২০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন, জামানত বৃদ্ধি প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করে ফেলবে এবং গণতান্ত্রিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে।

‎চিঠিতে আরও জানানো হয়, একাধিক নাগরিক সংগঠন ও রাজনৈতিক প্রতিনিধিরা বলেন, জামানতের পরিমাণ ২০ হাজার টাকাই বহাল রাখা উচিত। এতে সাধারণ জনগণের অংশগ্রহণ ও প্রার্থীতা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর