জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জুবায়েদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং ইতোমধ্যে একজন আইনজীবীকে মামলার সার্বিক তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।’
রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন প্রাঙ্গণে হাসিবুল ইসলাম অকাল মৃত্যু ও জুবায়েদ হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘হাসিব ও জুবায়েদ দুজনই জুলাইযোদ্ধা ছিলেন। তারা আমাদের কাছে গৌরব ও সম্মানের অধিকারী। হাসিব ছিলেন একজন গ্রহণযোগ্য ছাত্রনেতা, যিনি স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই লক্ষ্যেই আন্দোলন করেছেন। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, আর আমাদের দায়িত্ব হলো তাদের স্বপ্ন বাস্তবায়ন করা।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, হাসিবুল ও জুবায়েদ হত্যার পর সাধারণ শিক্ষার্থী ও সংগঠনগুলোর ঐক্যই প্রমাণ করে যে, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়ালে সবাই পাশে থাকে। আমাদের চিন্তা ও কর্মে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে। জবি সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে—এই প্রত্যয় থেকেই আমাদের এগিয়ে যেতে হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, জুবায়েদ হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। জুবায়েদ হত্যাকাণ্ডের বিষয়ে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি হস্তক্ষেপের আবেদন জানিয়েছি। রাষ্ট্রীয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ, জবি ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা, ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতারা, হাসিবুল ইসলামের সহোদর বড় ভাই খালেদ সাইফুল্লাহ নাইম এবং জুবায়েদ হোসেনের পিতা মোবারক হোসেন। তারা উভয় শিক্ষার্থীর স্মৃতিচারণ করেন এবং জুবায়েদ হত্যার দ্রুত বিচার দাবি জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শামসুল আরেফিন। আলোচনা শেষে হাসিব ও জুবায়েদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।