ঢাকা: রাজধানীর মিরপুরের রুপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনেরর ঘটনার ১২ দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭।
রোববার (২৬অক্টোবর) সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রুপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রুপনগরে পোশাক কারখানায় আগুনের ঘটনায় আরও এক মরদেহ উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছ, মরদেহটি একজন নারীর।
তিনি আরও জানান, ঘটনার প্রথম দিন থেকে ১৭জন দাবিদার ছিল। মরদেহ একটি কম ছিল। ধারণা করছি ওই স্বজনদের মরদেহ হবে এটি। তবে ডিএনএ নমুনা মিলে গেলে মরদেহ হস্তান্তর করা হবে।
এর আগে গত ১৪অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে রুপনগরে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। সেদিনই ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।