Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সাকে হারিয়ে রিয়ালের মধুর প্রতিশোধ

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৫ ২৩:২৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০০:৩৩

দুর্দান্ত জয়ে গত মৌসুমে হারের বদলা নিল রিয়াল

গত মৌসুমে চার এল ক্লাসিকোর চারটিতেই হেরেছিলেন তারা। বার্সেলোনার বিপক্ষে আগের মৌসুমের সেই টানা হারের হতাশা এবারের মৌসুমের শুরুতেই ঘুচিয়ে দিল রিয়াল মাদ্রিদ। জমজমাট এক ম্যাচে এমবাপে-বেলিংহামের গোলে বার্সাকে ২-১ ব্যবধানে হারিয়ে মৌসুমের প্রথম ক্লাসিকো জিতে লা লিগার শীর্ষস্থান দৃঢ় করল রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম ক্লাসিকোর শুরু থেকেই ছিল রিয়ালের দাপট। ম্যাচের দুই মিনিটের মাথায়ই এগিয়ে যেতে পারত রিয়াল। ভিএআরের কল্যাণে পেনাল্টি হজম করা থেকে বেঁচে যায় বার্সা। ১২ মিনিটে এমবাপের একটিও গোলও বাতিল হয় অফসাইডের কারণে

লিড নিতে এরপর অবশ্য খুব বেশি সময় নেয়নি মাদ্রিদ। ২২ মিনিটে ডেডলক ভাঙ্গেন এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা এমবাপে। সব টুর্নামেন্ট মিলিয়ে রিয়ালের হয়ে ১১তম গোলের দেখা পান এই ফরাসি তারকা।

বিজ্ঞাপন

ম্যাচে ফিরতে মরিয়া বার্সা এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বেশ কয়েকটি আক্রমণে রিয়াল রক্ষণভাগে কাঁপন ধরালেও গোল যেন আসছিল না।

অবশেষে ৩৮ মিনিটে ম্যাচে ফেরে কাতালানরা। মার্কাস র‍্যাশফোর্ডের অ্যাসিস্টে জোরালো এক শটে বল জালে জড়িয়ে বার্সাকে আনন্দে ভাসান ফিরমিন লোপেজ।

ম্যাচে লিড ফিরে পেতে অবশ্য বেশি সময় লাগেন স্বাগতিকদের। হাফ টাইমের দুই মিনিট আগে মিলিতাওয়ের বাড়ানো বলে দারুণ এক শটে বল জালে জড়িয়ে রিয়ালকে আবারও এগিয়ে দেন জুড বেলিংহাম। ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই অনেক চেষ্টার পরেও আর গোল করতে পারেনি। পুরো ম্যাচেই নিজের ছায়া হয়ে ছিলেন গত মৌসুমে ক্লাসিকোতে রাজত্ব করা লামিন ইয়ামাল। ম্যাচের অন্তিম মুহূর্তে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রি।

শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর