Sunday 26 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে ২০ লাখ টাকার নকল সিগারেট জব্দ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ০০:৪৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ০০:৪৬

বরিশাল: জেলার বিভিন্ন ব্র্যান্ডের ২০ লাখ টাকার নকল সিগারেট জব্দ করেছে কাস্টমস-এক্সাইজ ও ভ্যাট বিভাগ। রোববার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর কাশিপুর এলাকার মুখার্জী বাড়ি পুল সংলগ্ন খান মঞ্জিলের নিচতলায় একটি ভাড়াটিয়া গুদামে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।

কাস্টমস-এক্সাইজ ও ভ্যাট বরিশাল কার্যালয়ের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে গুদামে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ভবন মালিক ও পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে তল্লাশি চালালে ওসাকা ও ব্ল্যাক ব্র্যান্ডের নকল ব্যান্ডরোলযুক্ত ৫০ কার্টন সিগারেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানান তিনি।

এ কর্মকর্তা আরও বলেন, সিগারেট মজুদকারীদের খবর দেওয়া হলেও কেউ উপস্থিত হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর