Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি’র লক্ষ্য তারুণ্যনির্ভর, কর্মসংস্থানমুখী বাংলাদেশ: সালাহ উদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৩:০৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৪:২১

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ আগামী দিনে দলটির রাজনৈতিক লক্ষ্যের কথা তুলে ধরে বলেছেন, ‘তারুণ্যের ভাবনাকে প্রাধান্য দিয়ে একটি উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়াই তাদের প্রধান লক্ষ্য।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠালগ্নেই চিন্তা করেছিলেন এই দেশের যুবসমাজকে একত্রিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, উজ্জীবিত করতে হবে, জাতি বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে। সেই থেকেই আমাদের যুবদলের যাত্রা শুরু।’

বিজ্ঞাপন

তিনি জানান, দলটি সারাদেশে যুবকদের রাজনৈতিক ভাবনা আহরণ করতে সফর করেছে এবং তাদের ভাবনাকে আত্মস্থ করে কর্মসূচি প্রণয়ন করছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক একাধিক যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ।’

তিনি দলের অভ্যন্তরে ও জাতির মধ্যে ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, ‘জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য, কেউ যাতে ভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি।’

সালাহ উদ্দিন আহমেদ যুগপৎ আন্দোলনকারী এবং অন্যান্য বৃহত্তর জোটের শরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের বৈতরণী পার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর