Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে ১৭ বছরের অপেক্ষা শেষ, ছাত্র সংসদ নীতিমালা পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৮:২৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ছবি কোলাজ: সারাবাংলা

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছর পর অবশেষে ছাত্র সংসদের (ব্রাকসু) নীতিমালা পাস হয়েছে। এর ফলে নির্বাচনের পথ প্রশস্ত হয়েছে, যা দীর্ঘদিনের শিক্ষার্থীদের দাবিকে পূরণ করবে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কালকেই গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা যাবে।’

এর আগে খসড়া আইন অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে অনুমোদিত হয়ে চ্যান্সেলরের কাছে পাঠানো হয়।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের একচেটিয়া আধিপত্য এবং নির্যাতনের কারণে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, যাতে শিক্ষার্থীরা চাঁদাবাজি ও হয়রানির শিকার হয়েছেন। গত জুলাই আন্দোলনের পর সাধারণ শিক্ষার্থীরা দাবি জোরালো করেন, যা আগস্টে আমরণ অনশন এবং আল্টিমেটামে রূপ নেয়।

বিজ্ঞাপন

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বাচন শুরুর পর বেরোবির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সভায় দাবি তুলে ধরেন।

উপাচার্য বলেন, ‘আমি বেরোবির প্রথম উপাচার্য, যিনি ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন মহলে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সাড়া পেয়েছি। নভেম্বর মাসে নির্বাচন সম্ভব।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করছেন। একটি ফেসবুক পোস্টে শিক্ষার্থী রাকিব হোসেন লিখেছেন, ‘১৭ বছরের অপেক্ষা শেষ! এবার গণতান্ত্রিক চর্চা শুরু হবে।’

শিক্ষার্থীরা বলছেন, ‘এই নীতিমালা পাসের ফলে বেরোবিতে গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যা প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের দখলে থাকা ক্যাম্পাসকে পরিবর্তন করবে।’

বিজ্ঞাপন

জকসু নীতিমালা পাস
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর