Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাগরিক সচেতনতায় তৃণমূলে চেয়ারম্যানদের নেতৃত্ব দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ১৮:৩৩ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:৩০

চেয়ারম্যান পরিষদের বৈঠকে মাওলানা ইউনুস আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ চেয়ারম্যান পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, তৃণমূলের মানুষ রাজনৈতিক সচেতন হয়ে উঠলে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করলে বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত চেয়ারম্যান পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ দেশের সর্বপ্রান্তিক স্থানীয় সরকার ব্যবস্থা। ব্যক্তি পর্যায়ে রাষ্ট্রের সেবা পৌছে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক, দেনা-পাওয়া, অধিকার এবং ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের সংরক্ষণ করার বিষয়গুলোতে যদি চেয়ারম্যানগণ তৃণমূলের নাগরিকদের সচেতন করে তোলেন তাহলে কারো সাধ্য নাই বাংলাদেশের ভাগ্য নিয়ে তামাশা করার। তাই আগামী নির্বাচনে চেয়ারম্যান পরিষদকে গুরু দায়িত্ব বহন করতে হবে।

বিজ্ঞাপন

বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান পরিষদের সভাপতি, বরিশাল সদরের জাগুয়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী।

মাওলানা ইউনুস আহমদ আরও বলেন, আপনারা যারা হাতপাখা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্র অর্পিত দায়িত্বের পাশাপাশি ইসলামের সুমহান আদর্শের বাস্তবায়ন করতে হবে আপনাদের। ফলে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর রহমত কামনা করতে হবে। হযরত উমর (রা.) এর তাকওয়া নিয়ে কাজ পরিচালনা করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, সহ দফতর সম্পাদক অ্যাডভোকেট বরকতুল্লাহ লতিফ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারসহ চেয়ারম্যান পরিষদের নেতারা।

বিজ্ঞাপন

জকসু নীতিমালা পাস
২৭ অক্টোবর ২০২৫ ১৯:২৪

আরো

সম্পর্কিত খবর