Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৫ ২২:৩০

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

সাতক্ষীরা: সাতক্ষীরায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলের নের্তৃত্ব দেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

মিছিলটি পাকাপুলের মোড় হয়ে নিউমার্কেট চত্বর, খুলনারোড মোড়, নারকেলতলা মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

এর আগে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারি খোরশেদ আলম ও সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর