ঢাকা: রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫৫) এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতরাত ৩টার দিকে পোস্তগোলা ব্রীজের ওপরে কোনো এক যানবাহনের চাপায় অজ্ঞাত ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই এলাকাতেই থাকতেন তিনি। আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।