ঢাকা: জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, দেশে আর বিভ্রান্তি ছড়ানোর সময় নেই, এখন জনপ্রিয়তা যাচাইয়ের সময়— ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।
ফারুক বলেন, “নির্বাচন না দিয়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপির কোনো নেতাকর্মী সফল হতে দেবে না।”
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের বন্ধু, তাই বন্ধু হিসেবেই থাকুন। কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। সাহস থাকলে নির্বাচনে আসুন, জনগণের রায় নিন।”
তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জানানো যেতে পারে, কিন্তু আগে নির্বাচনে অংশ নিতে হবে। ভোটের আগে নানা টালবাহানা জনগণ ভালোভাবে নেবে না।”
এর আগে, ফারুক বলেন, ইসলাম ধর্মকে বিকৃত করে বা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা জনগণ রুখে দেবে।